মাকে নিয়ে সাড়া জাগানো সেরা ২০টি উক্তি

আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে মা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে মাকে নিয়ে চর্চা। মায়ের প্রতি অশেষ শ্রদ্ধা, ভালোবাসা ও যথাযথ সম্মান প্রদর্শনের জন্য আলাদা কোন দিন ক্ষণ লাগে না। তবুও সারাবিশ্বের মানুষ একসাথে মায়ের প্রতি ভালবাসা দেখানোর জন্য এ দিবসটি পালন করে। মাকে নিয়ে বিভিন্ন মনীষি ও জ্ঞানী ব্যক্তিরা বিভিন্ন মতামত দিয়েছেন। ‘দ্যা ডেইলি ক্যম্পাসে’র পাঠকদের জন্য মাকে নিয়ে সেরা ২০টি উক্তি তুলে ধরা হল-

১. ‘যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।’ -আল কুরআন

২. “যার মা আছে, সে কখনই গরীব নয়।”-আব্রাহাম লিংকন

৩. “তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো।”-নেপোলিয়ন বোনাপার্ট

৪. “আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।”-জর্জ ওয়াশিংটন

৫. “সন্তানেরা ধারালো চাকুর মত।তারা না চাইলেও মায়েদের কষ্ট দেয়। আর,মায়েরা তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত সন্তানদের সাথে লেগে থাকে।”-জোয়ান হেরিস

৬. “আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।”-এলেন ডে জেনেরিস

৭. “কোন একটা বিষয় মায়েদেরকে দুইবার ভাবতে হয়। একবার তার সন্তানের জন্য, আরেকবার নিজের জন্য।”-সোফিয়া লরেন

৮. “আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।”- মিশেল ওবামা

৯. “মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে, জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে একসময়।”-নোরা এফ্রন

১০. “আমার মা বিস্ময়কর আর আমার কাছে উৎকর্ষতার আরেক নাম।”-মাইকেল জ্যাকসন

১১. “আমার মা মনে করেন আমিই সেরা, আর মা মনে করেন বলেই আমি সেরা হয়ে গড়ে উঠেছি।”-দিয়াগো ম্যারাডোনা

১২. “মা হল পৃথিবীর একমাত্র ব্যাংক, যেখানে আমরা আমাদের সব দুঃখ, কষ্ট জমা রাখি এবং বিনিময়ে নেই বিনাসূদে অকৃত্রিম ভালোবাসা।”-হুমায়ূন আহমেদ

১৩.“মা যেমন তাঁর নিজ পুত্রকে নিজের জীবন দিয়ে রক্ষা করে তেমনি সকল প্রাণীর প্রতি অপরিমেয় মৈত্রীভাব পোষণ করবে।”-গৌতম বুদ্ধ

১৪. “মায়ের অভিশাপ কখনো সন্তানের গায়ে লাগেনা। দোয়া গায়ে লাগে, অভিশাপ গায়ে লাগেনা। হাঁসের গায়ের পানির মত অভিশাপ ঝরে পড়ে যায়।”-হুমায়ূন আহমেদ

১৫.‘‘পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা।”-রেদোয়ান মাসুদ

১৬. “মা‌য়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।”-মহানবী হজরত মুহম্মদ (স.)

১৭. “তিন রকম দোয়া নি:সন্দেহে কবুল হয়। মজলুমের দোয়া,মুসাফিরের দোয়া আর সন্তানের জন্য পিতা-মাতার দোয়া।”-মহানবী হজরত মুহম্মদ (স.)

১৮. “মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে।”-বুখারি শরিফ

১৯. “মায়ের প্রতি ভক্তিদৃষ্টি হতে পুণ্য হতে পারে না। প্রতিবার মায়ের দিকে যত্নের দৃষ্টিতে তাকানোর জন্য একটি কবুল হজ্জের সাওয়াব লিখে দেয়া হয়।”-বুখারি শরিফ

২০. “মায়ের শিক্ষাই শিশুর ভবিষ্যতের বুনিয়াদ, মা-ই হচ্ছেন শিশুর সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ।”-সংগৃহীত


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence