ভারতে আসছে ইলন মাস্কের স্টারলিংক

স্টারলিংক
স্টারলিংক  © সংগৃহীত

ইলন মাস্কের স্পেসএক্সের সঙ্গে স্টারলিংক ইন্টারনেট সংযোগ আনা নিয়ে চুক্তি করেছে টেলিকম অপারেটর ভারতী এয়ারটেল। বুধবার (১২ মার্চ) টেলিকম অপারেটরটি এ তথ্য জানিয়েছে।

প্রায় একমাস আগে ওয়াশিংটনে ইলন মাস্কের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয়। ওই সময় তারা মহাকাশ, মোবিলিটি, প্রযুক্তি এবং উদ্ভাবন নিয়ে কাজ করার ঘোষণা দেন। এরপরই ভারতে ইলন মাস্কের স্টারলিংক ইন্টারনেট আসতে যাচ্ছে।

এয়ারটেল একটি বিবৃতিতে বলেছে, ‘এয়ারটেলের খুচরা দোকানগুলোতে স্টারলিংকের যন্ত্রাংশ বিক্রির বিষয়টি স্পেসএক্স এবং এয়ারটেল বিবেচনা করে দেখবে। এরমাধ্যমে বাণিজ্যিক গ্রাহক এবং বিভিন্ন কমিউনিটি, স্কুল এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোকে এক করার সুযোগ দেওয়ার চেষ্টা হবে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলগুলোকে ইন্টারনেটের আওতায় নিয়ে আসা হবে।’

স্পেসএক্স-এর প্রধান পরিচালন কর্মকর্তা গুইন শটওয়েল বলেছেন, আমরা জিওর ভারতের যোগাযোগ ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতির প্রশংসা করি। আমরা জিওর সঙ্গে কাজ করতে এবং ভারতের সরকারের অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছি, যাতে আরও বেশি মানুষ, প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীরা স্টারলিংকের উচ্চগতির ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারে।

দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি ইতোমধ্যে বিশ্বব্যাপী আলোচিত। তবে ভারতে এটি চালুর বিষয়ে রাজনৈতিক ও বাণিজ্যিক বিরোধ দেখা দিয়েছে, বিশেষ করে স্যাটেলাইট স্পেকট্রাম বরাদ্দের নিয়ম নিয়ে ইলন মাস্ক ও ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence