মার্কিন গোয়েন্দা প্রধানের দায়িত্ব পেলেন তুলসি গ্যাবার্ড
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৬ PM

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ডেমোক্রেটিক পার্টির সাবেক নেত্রী ও আইনপ্রণেতা তুলসি গ্যাবার্ড। দেশটির পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট তাকে এই সরকারি পদে নিয়োগ দেয়।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) সিনেটে সংখ্যাগরিষ্ঠের ভোটে নির্বাচিত হন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
সিনেটে ১০০ ভোটের মধ্যে ৫২টি পেয়েছেন গ্যাবার্ড। ডেমোক্র্যাট ও স্বতন্ত্র সব সিনেটর এবং রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল তার বিরুদ্ধে ভোট দিয়েছেন। বাকি সব রিপাবলিকান সিনেটরই গোয়েন্দাবৃত্তিতে ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা এবং ১৮ এজেন্সির গোয়েন্দা কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্যাবার্ডের হাতে তুলে দেওয়ার পক্ষেই রায় দিয়েছেন।
২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের পর তুলসি ১৪তম মনোনীত ব্যক্তি। এর মাধ্যমে ১৮টি গোয়েন্দা সংস্থার দায়িত্ব পেলেন তিনি। গোয়েন্দা বিষয়ে প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন হাওয়াইয়ের এই প্রাক্তন কংগ্রেসওম্যান।
ট্রাম্পের উপস্থিতিতে ওভাল অফিসে একটি অনুষ্ঠানে তুলসীকে শপথ করান অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি। তাকে অসাধারণ সাহসী ও ব্যতিক্রমী দেশপ্রেমী এক মার্কিন অভিহিত করে ট্রাম্প বলেন, ‘তিনি (তুলসী) তার পুরো জীবন জনসেবার জন্য উৎসর্গ করেছেন। আমি বিভিন্ন শো এবং অন্যান্য জায়গায় তাকে অনেক বছর ধরে দেখেছি। তিনি একজন অসাধারণ বিচারবুদ্ধিসম্পন্ন নারী এবং আমরা এমন মানুষ পছন্দ করি।’
৪৩ বছর বয়সী তুলসি গ্যাবার্ড এ পর্যন্ত চারবার প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছেন। তবে কখনো গোয়েন্দা সংস্থায় দায়িত্ব পালন করেননি তিনি। এছাড়া অতীতে যুক্তরাষ্ট্রের শত্রুদের পক্ষে কিছু বক্তব্য দিয়েছেন তিনি। এসব মিলিয়ে তার নতুন পদে তার নিয়োগে অনেকের আপত্তি ছিল।
২০১১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার পর গঠিত গোয়েন্দা সংস্থার দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। তার প্রধান কাজ হবে দেশের বিশাল কলেবরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা তদারকি করা। মার্কিন নিরাপত্তার জন্য সরকারের কাছে সর্বোচ্চ অগ্রাধিকারমূলক কাজ এটি।