ইউক্রেনের শতাধিক ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

  © সংগৃহীত

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রাতভর হামলা চালিয়ে ইউক্রেনের একশ’রও বেশি ড্রোন ভূপাতিত করেছে।  আজ বুধবার (২৯ জানুয়ারি) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়। 

টেলিগ্রামে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতরাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ইউক্রেনীয় মোট ১০৪ টি ড্রোন প্রতিহত এবং ধ্বংস করা হয়েছে।

ইউক্রেনের বেশির ভাগ ড্রোন পশ্চিমের সীমান্তবর্তী কুরস্ক ও ব্রিয়ানস্ক অঞ্চলে ভূপাতিত করা হয়। অল্প কয়েকটি সমোলেনস্ক, টার, বেলগোরোদ ও অন্যান্য এলাকায় ভূপাতিত করা হয়।

ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে, রাশিয়াও তাদের দেশে রাতভর ড্রোন হামলা চালিয়েছে। ফলে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাতে আকাশ হামলার সাইরেন বেজেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। সে সময় থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।


সর্বশেষ সংবাদ