যুদ্ধবিরতি ঘোষণা হলে আমি চিৎকার করে কাঁদব—বললেন গাজার নারী

  © সংগৃহীত

গত ১৫ মাস ধরে গাজায় বর্বর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েলি বাহিনী। দীর্ঘ প্রতিক্ষার পর ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের আজ বুধবার (১৫ জানুয়ারি) রাত অথবা কাল বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। 

যুদ্ধবিরতির আলোচনা গতি পাওয়ার পর চূড়ান্ত ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেখানকার মানুষ। হানান বারগোথ নামের এক নারী বলেছেন, যুদ্ধবিরতির ঘোষণা আসলে তিনি চিৎকার করে কাঁদবেন। তার আশা এই যুদ্ধবিরতির মাধ্যমে তাদের সব কষ্ট দূর হবে।

তিনি বলেন, “আমি আশা করি, আল্লাহর ইচ্ছায়, আমরা যুদ্ধবিরতির যে খবর শুনছি, সেটি সত্য। আমরা আমাদের বাড়িতে নিরাপদে যেতে পারব। সমস্যার কিছু সমাধান হবে এবং জীবন আগের জায়গায় ফিরে যাবে— বা আরও ভালো হবে “

তিনি আরও বলেন, “আমি আশা করি আমাদের বাচ্চারা স্কুলে ফিরতে পারবে, তারা তাদের পুরোনো জীবনে ফিরে যেতে পারবে। যথেষ্ট কষ্ট করেছি। আমাদের জীবনের গত এক-দুই বছর কোনো কিছু ছাড়া নষ্ট হয়েছে। যখনই আমি যুদ্ধবিরতির ব্যাপারে শুনতে পাই, মানুষের উল্লাসের খবর পাই, তখনই দৌড়ে বাইরে যাই জানতে খবরটি সত্যি।”

এই নারী আরও বলেন, “যখন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হবে, আমি আনন্দে চিৎকার করে কাঁদব। যুদ্ধবিরতির অর্থ হলো আমরা আমাদের বাড়িতে ফিরতে পারব।”

সূত্র: আলজাজিরা


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence