যুক্তরাষ্ট্রের স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের ম্যাডিসনে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ অফিসাররা পৌঁছার আগ মুহূর্তে সন্দেহভাজন হামলাকারী মারা যায়। ওই হামলাকারী স্কুলেরই একজন ছাত্র ছিল বলে ধারণা করা হচ্ছে।

আরও জানানো হয়, একটি তদন্ত চলমান রয়েছে। নতুন কোনো তথ্য পেলেই তা প্রকাশ করা হবে।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের ওই এলাকায় যাতায়াত এড়িয়ে যেতে বলা হয়েছে। স্কুলের কাছে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। 


সর্বশেষ সংবাদ