ইউক্রেন-রাশিয়ায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে এক বৈঠকের পর রাশিয়া-ইউক্রেন  সংঘাতকে 'উন্মাদনা' আখ্যা দিয়ে তিনি এ আহ্বান জানান। রবিবার (৮ ডিসেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ কথা জানান।

ট্রাম্প তার বার্তায় বলেন, ‘যুদ্ধরত দেশ দুটির মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া উচিত এবং এ জন্য আলোচনা শুরু করা দরকার। বহু মানুষের প্রাণ চলে গেছে এবং অনেক পরিবার শেষ হয়ে গেছে। এই পরিস্থিতি চলতে থাকলে আরো অনেক বড় ও খারাপ কিছু ঘটবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি ভ্লাদিমিরকে (রুশ প্রেসিডেন্ট পুতিন) ভালো করেই জানি। এখন তার কাজ করার সময় । চীনও সহযোগিতা করতে পারে।পুরো বিশ্ব অপেক্ষায় রয়েছে।'

ট্রাম্প আরও জানিয়েছেন, 'ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে আগ্রহী।' 

উল্লেখ্য, ট্রাম্পের ইউক্রেন-রাশিয়া বিষয়ক বিশেষ দূত ইতোমধ্যে একটি প্রস্তাব দিয়েছেন, যাতে যুদ্ধবিরতি এবং ইউক্রেনের ন্যাটো সদস্যপদ স্থগিত করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে ট্রাম্প, ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা কমানোর ইঙ্গিত দিয়েছেন।  

প্রসঙ্গত, ট্রাম্প তার নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, হোয়াইট হাউজে তার অভিষেকের আগেই তিনি ইউক্রেন-রাশিয়া সংঘাতের সমাপ্তি ঘটাবেন। তবে এ বিষয়ে ট্রাম্প তার পরিকল্পনার বিস্তারিত এখনো  প্রকাশ করেননি।


সর্বশেষ সংবাদ