তিন প্রদেশে ইসরায়েলের হামলা ও ক্ষয়ক্ষতির তথ্য দিল ইরান
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ০১:৪২ PM
মধ্যরাতে ইরানের তিনটি প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল বলছে ইরানের করা হামলার প্রতিশোধ হিসেবে তাদের এই আক্রমণ। ইরানের সময় রাত ২ টার পরে মোট ৩টি ধাপে এ হামলাগুলো চালানো হয়েছে। তিনটি প্রদেশ হলো-ইলাম, খোজেস্তান ও তেহরান।
তবে ইরান জানিয়েছে, হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতি’ হয়েছে। ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সামরিক বাহিনীর এ বিবৃতি প্রচার করা হয়েছে। তবে যেসব জায়গায় হামলা হয়েছে, তার ছবি প্রকাশ করা হয়নি। হতাহতের কথাও জানানো হয়নি। খবরে বলা হয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলায় ক্ষয়ক্ষতি সীমিত রাখতে সক্ষম হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হামলার পর দেশটির সব গন্তব্যে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এক্সিওসের একজন প্রতিবেদকের এক্স পোস্টের বরাতে রয়টার্স জানিয়েছে, ইরানে তিন ধাপে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং উৎপাদন ক্ষেত্রে হামলা চালানো হয়েছে।