যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তত রাশিয়া

ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন
ভ্লাদিমির পুতিন ও জো বাইডেন  © ফাইল ছবি

বিশ্বব্যাপী নিরাপত্তা উদ্বেগের বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে বসতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শুক্রবার (২১ জুন) ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ একথা জানান।

দিমিত্রি পেসকভ বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে (এ বিষয়ে) সংলাপের জন্য প্রস্তুত। তবে তিনি শুধু ইতিবাচক সংলাপ করতে চান।’ পেসকভ  আরও বলেন, ‘সমস্যাগুলো আস্তে আস্তে বেড়েই চলেছে। বিশেষ করে, বৈশ্বিক নিরাপত্তা স্থাপনের স্বার্থে এই ধরনের আলোচনা প্রয়োজন।’

তিনি বলেন, এই ধরণের সংলাপ ব্যাপক ও বিস্তৃত পরিসরে হওয়া বাঞ্ছনীয়। এছাড়া বর্তমান ইউক্রেন সংকট এবং এতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততার মতো যাবতীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করা প্রয়োজন।

এই ধরনের আলোচনা তৃতীয় কোনো দেশের জন্য হুমকিস্বরূপ নয় বলেও উল্লেখ করেছেন পেসকভ। তিনি বলেছেন, শুধুমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের নিরাপত্তার স্বার্থেই এই আলোচনায় বসতে চায় রাশিয়ার্।


সর্বশেষ সংবাদ