কোটায় ফের মেডিকেল ভর্তিচ্ছুর মৃত্যু, এক বছরে ২৫ জন

ভারতের রাজস্থানের কোটায় এক মেডিকেল ভর্তিচ্ছুর মৃত্যু হয়েছে
ভারতের রাজস্থানের কোটায় এক মেডিকেল ভর্তিচ্ছুর মৃত্যু হয়েছে  © প্রতীকী ছবি

উচ্চশিক্ষায় ভালো ফলের আশায় শিক্ষার্থীরা ভিড় করেন ভারতের রাজস্থানের কোটায়। কিন্তু সেই কোটাই কি দেশটির ‘আত্মহত্যার রাজধানী’ হয়ে উঠল? সোমবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিটের প্রস্তুতিরত এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা এ প্রশ্ন তুলে দিয়েছে। এক বছরে কোটায় এ নিয়ে ২৫ জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হলো।

১৭ বছরের প্রিয়ম সিংহের বাড়ি উত্তরপ্রদেশের মাউতে। দেড় বছর ধরে ছাত্রীটি কোটায় থেকে চিকিৎসাবিজ্ঞানের প্রবেশিকা পাস করার প্রস্তুতি নিচ্ছিল। ‌সে থাকত বিজ্ঞান নগর এলাকার একটি হোস্টেলে।

বিজ্ঞান নগর থানার স্টেশন ইন-চার্জ কৌশল্যা জানিয়েছেন, সোমবার সকালে প্রিয়ম কোচিং সেন্টারে পড়তে গিয়েছিল। দুপুরে হোস্টেলে ফেরার পথে রাস্তায় আচমকাই বমি করতে শুরু করে। অবস্থার অবনতি হতে থাকলে বন্ধুরা তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সন্ধ্যায় প্রিয়মের মৃত্যু হয়।

আরো পড়ুন: নিজ বাড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশের দাবি, প্রিয়ম কোচিং সেন্টার থেকে ফেরার পথে বিষপান করেছিল। তার প্রতিক্রিয়ায় বমি এবং অসুস্থ হয়ে পড়া। তার পরিবারের লোকেরা হাজির হলে হোস্টেলে তার ঘর তল্লাশি করবে পুলিশ। আপাতত ১৭ বছরের ছাত্রীর নিথর দেহ মর্গে রাখা হয়েছে।


সর্বশেষ সংবাদ