রুশ ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মাটির নিচে ক্লাসে শিক্ষার্থীরা

মাটির নিচে একটি মেট্রো স্টেশনে শিশুরা
মাটির নিচে একটি মেট্রো স্টেশনে শিশুরা  © সংগৃহীত

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভে রুশ ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে স্কুল শিশুদের রক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। যুদ্ধের মধ্যেও পাঠদান জারি রাখতে কয়েকটি মেট্রো স্টেশনে তৈরি করা হয়েছে শ্রেণিকক্ষ। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে বিগত ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার আগে দ্বিতীয় বৃহত্তম ইউক্রেনীয় শহর খারকিভের জনসংখ্যা ছিল ১৪ লাখের বেশি। শহরটির কিছু অংশ রুশ সীমান্ত থেকে ২০ মাইলেরও কম দূরত্বে অবস্থিত। এর শহরের উত্তরাঞ্চল যুদ্ধে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুদ্ধের সময় খারকিভের স্কুলগুলো অনলাইনে শিক্ষাদানে বাধ্য হয়েছিল। কারণ শহরটিতে রুশ ক্ষেপণাস্ত্র ছোড়ার এক মিনিটের মধ্যে আঘাত হানতে পারে। এর ফলে শ্রেণিকক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য যথেষ্ট সময় পায় না শিক্ষার্থীরা।

শহরের মেয়র ইহোর তেরেখভ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সেপ্টেম্বরে নতুন শিক্ষাবর্ষের আগে খারকিভের মেট্রো স্টেশনগুলোতে ৬০টি শ্রেণিকক্ষ তৈরি করা হয়েছে। এর ফলে সহস্রাধিক শিশুর সশরীরে উপস্থিত হয়ে অধ্যয়নের স্থান তৈরি হয়েছে।

একটি শ্রেণিকক্ষে ছেলেকে দিয়ে মেট্রো স্টেশনের বাইরে অপেক্ষায় থাকা মা ইরিনা লোবোদা বলেছেন, শিশুরা একে অপরের সঙ্গে সামাজিক  হতে পারবে এবং যোগাযোগ করতে সক্ষম হবে। আমি এই উদ্যোগকে সমর্থন করি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence