২০ আরোহী নিয়ে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ১২:২০ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
অস্ট্রেলিয়ায় ২০ জন আরোহী নিয়ে একটি মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় অনেকেই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
রোববার অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় অনুশীলনের সময় এই ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়ান পাবলিক ব্রডকাস্টার এবিসি জানিয়েছে, রোববার ডারউইনের উত্তরে টিউই দ্বীপপুঞ্জের কাছে মহড়া চলাকালে ভি-২২ অস্প্রিয় মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ঘটনার পর বেশ কয়েকজনকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টারটি অস্ট্রেলিয়ান সামরিক বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত একটি যৌথ মহড়ায় অংশ নিয়েছিল।
সূত্র: এনডিটিভি