ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
ভূমিকম্প  © প্রতীকী ছবি

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ৭টা ৩০ মিনিটে তুয়ালের ১৪২ কিলোমিটার পূর্বে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএসের) তথ্য অনুযায়ী, ভূপৃষ্ঠ থেকে ৯০ দশমিক ৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল। আর এটির মূলকেন্দ্র ছিল যথাক্রমে ৫ দশমিক ৭৭৭ ডিগ্রি দক্ষিণ এবং ১৩১ দশমিক ৪৭৮ ডিগ্রি দাঘ্রিমাংশে। তবে এ ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন: রাবিতে ৭০ বছরে ৪০ শতাংশ আবাসিকতাও নিশ্চিত হয়নি

উল্লেখ্য, ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং সুনামি প্রায়ই ইন্দোনেশিয়ায় আঘাত হেনে থাকে। কথিত রিং অব ফায়ারের মধ্যে অবস্থিত হওয়ায় ২৭ কোটি মানুষের দেশ ইন্দোনেশিয়া ঘনঘন এমন প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে।

৪০ হাজার কিলোমিটার লম্বা এবং ৫০০ কিলোমিটার প্রশস্ত এই রিং অব ফায়ারে বিশ্বের দুই তৃতীয়াংশ আগ্নেয়গিরি অবস্থিত। এছাড়া বিশ্বে যত ভূমিকম্প হয় সেগুলোর ৯০ শতাংশই এখানে সংঘটিত হয়।

 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence