মরক্কোয় মিনিবাস উল্টে নিহত ২৪
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ০৯:০৯ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৩, ০৯:০৯ PM
মরক্কোয় মিনিবাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। রোববার দেশটির আজিলাল প্রদেশে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের সাপ্তাহিক বাজারে আসা যাত্রীদের বহনকারী একটি বাস উল্টে যায়। এতে ২৪ জন নিহত হয়েছে।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। সম্প্রতি মরক্কোর গ্রামীণ শহর ব্রাচুয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মৃত্যু হয়।
দেশটির অধিকাংশ দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ এবং মিনিবাস ব্যবহার করে থাকেন।
গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাঙ্কার পূর্ব দিকে একটি বাঁক নিতে গিয়ে বাস উল্টে ২৩ জন নিহত এবং ৩৬ জন আহত হয়।
ন্যাশনাল রোড সেফটি এজেন্সি অনুসারে, মরক্কোতে প্রতিবছর গড়ে ৩৫০০ সড়ক মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়েছে। দেশটিতে প্রতিদিন গড়ে ১০ জন দুর্ঘটনায় মারা যায়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩২০০।