বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে পড়ল বাঘ, ঘুরল উপাচার্যের অফিসও (ভিডিও)
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকে পড়ল বাঘ। শনিবার বাঘটিকে বিশ্ববিদ্যালয় ঘুরে বেড়াতে দেখেন সেখানকার কর্মীরা। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পরে কর্মীরা বিশ্ববিদ্যালয় ছেড়ে পালিয়ে যান। গোটা বিশ্ববিদ্যালয় চত্বর ঘুরে বেড়ায় বাঘটি। পরে উপাচার্যের অফিসেও ঢোকে সেটি।
আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি। ডিভিশনাল ফরেস্ট অফিসার (ডিএফও) অলোক পাঠক জানিয়েছেন, এটি একটি বাঘিনী।
টি-১২৩ নামে বাঘিনীকে ভোপালের একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে। লোকালয়ে বাঘ ঢোকার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। সিসিটিভিতে দেখা গেলেও, সেটি বিশ্ববিদ্যালয় চত্বর ছেড়ে কোথায় গেছে সেটি ধরা পড়েনি ক্যামেরায়। ফলে আতঙ্ক বেড়েছে।
ডিএফও জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের এক দিকের প্রাচির উঁচু নয়। সেটি টপকেই সম্ভবত ভেতরে ঢুকেছিল বাঘটি। তবে সেটি আবার জঙ্গলেই ফিরে গিয়েছে বলে দাবি পাঠকের। টি-১২৩ নামের বাঘিনীর চারটি শাবক রয়েছে। কালিয়াসোট এলাকায় মাঝেমধ্যেই শাবকদের নিয়ে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। বিশ্ববিদ্যালয় চত্বরে যে বাঘটি ঢুকেছিল সেটি টি-১২৩ বলেই মনে করা হচ্ছে।
ডিএফও আরও জানিয়েছেন, ভোপাললাগোয়া এলাকায় ১৭-১৮টি বাঘ রয়েছে। তার মধ্যে সাতটি বাঘকে মাঝেমধ্যে লোকালয়ে আসতে দেখা গিয়েছে। ভিডিওটি টুইটারে দেখতে এখানে ক্লিক করুন।
Tiger in bhopal entered in jagran university pic.twitter.com/uQYDh0MyEg
— Santosh (@santoshspeaks_) August 5, 2023