ভারতে চাকরিপ্রার্থীদের জন্য বড় ঘোষণা, টেট পাসের বৈধতা আজীবন

ভারতের উচ্চ মাধ্যমিকের টেট পরীক্ষা
ভারতের উচ্চ মাধ্যমিকের টেট পরীক্ষা  © হিন্দুস্তান টাইমস

টেটের বৈধতা নিয়ে বড় ঘোষণা দিল ভারতের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। উচ্চ প্রাথমিকে টেট পাসের বৈধতা থাকবে জীবনভর। এর আগে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের (এনসিটিই) নিয়ম ছিল, কেউ টেট পাস করলে তার বৈধতা থাকত সাত বছর পর্যন্ত। এ বার তা আজীবন করা হল।

হিন্দুস্তান টাইমসের খবরে এ তথ্য জানানো হয়েছে। তবে এসএসসি জানিয়েছে, জীবনভর বৈধতা মানে এমনটা নয় যে, কেউ টেট পাস করলে ৫৫ বছর বয়সে গিয়েও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পাববেন। সেক্ষেত্রে নিয়োগের সময় সংশ্লিষ্ট নিয়োগ কর্তারা যে নিয়ম তৈরি করবেন সেটা কার্যকরী হবে।

তবে যারা কম বয়েসে টেট পাস করবেন তাদের ক্ষেত্রে এ নিয়ম তুলনামূলকভাবে সুবিধাজনক হবে। এর আগে কোন প্রার্থী যদি ২১ বছর বয়সে টেট পাশ করতেন, তবে তিনি ২৮ বছর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। নতুন নিয়মের সুবিধা হল, নিয়োগের বয়সসীমা যদি ৩৫ বছর হয় তবে চাকরিপ্রার্থী ৩৫ বছর পর্যন্ত নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

এসএসসি জানাচ্ছে, যাঁরা ২০১২ এবং ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে টেট পাশ করেছেন, তাদের সবার ক্ষেত্রেই নতুন নিয় প্রয়োজ্য হবে।

ভারতে টেট নিয়ে নানা মামলা চলছে। চাকরি প্রার্থীদের একাংশ নিয়োগের দাবিতে আন্দোলনও করছেন। তার মধ্যে এসএসসির এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এর ফলে যারা ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে টেট পাশ করেছেন। তাদের নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে আবার টেট দিতে হতো। এখন থেকে তা আর দিতে হবে না।

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘোষণা কিছুটা হলেও শাসক দলকে সুবিধা দেবে। কারণ, টেট নিয়োগ দুর্নীতির প্রভাব পঞ্চায়েত ভোটে পড়তে পারে বলেই ভোট বিশেষজ্ঞদের ধারণা। কিন্তু নতুন সিদ্ধান্তে শিক্ষক চাকরি প্রার্থীদের একাংশকে কিছুহলেও স্বস্তি দেবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence