ভারত থেকে ট্রেন যাবে মধ্যপ্রাচ্যে?
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৭ মে ২০২৩, ০৭:৩২ PM , আপডেট: ২৭ মে ২০২৩, ০৭:৪১ PM
রেলপথ এবং পানিপথে মধ্যপ্রাচ্যের সঙ্গে যুক্ত হবে ভারত। সম্প্রতি এমন এক পরিকল্পনার প্রস্তাব করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তথা বিআরআই প্রকল্পকে টেক্কা দিতে এমন এক পাল্টা পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবর।
সূত্রের বরাত দিয়ে এতে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান, সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই বিষয়ে বৈঠক করেছেন। তিন এশীয় দেশ একসঙ্গে একটি বৃহত্তর রেলওয়ে নেটওয়ার্ক তৈরি করবে। মধ্যপ্রাচ্যে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
গত ১৮ মাস ধরে আই২ইউ২ গোষ্ঠীর আলোচনা থেকেই নতুন এই উদ্যোগের ধারণার জন্ম। আই২ইউ২ ফোরামে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং এবং ভারত। ২০২১ সালের শেষের দিকে এই আন্তর্জাতিক ফোরাম তৈরি হয়েছিল।
মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই প্রভাব ফেলেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। আফগানিস্তান পর্যন্ত বহুদেশীয় এই প্রকল্পকে এগিয়ে নিয়েছে চীন। ফলে এই অঞ্চলে চীনের শক্তি উত্তরোত্তর বাড়ছে। এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্র শঙ্কিত। তারা মনে করছে, একমাত্র যৌথ উদ্যোগই এখানে চীনের মোকাবেলা করার সেরা উপায়।
হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ভারত এবং বাকি বিশ্বের সঙ্গে মধ্যপ্রাচ্যের আরও নিরাপদ এবং সমৃদ্ধ যোগাযোগ কাম্য। এই বিশাল পরিকাঠামো প্রকল্প আরব দেশগুলোকে রেলরুটের মাধ্যমে যুক্ত করবে। শুধু রেলপথ নয়, পানিপথেও যোগাযোগ তৈরি হবে। এসব অঞ্চলের বন্দর থেকে পানিপথে ভারতের সঙ্গে যোগাযোগ তৈরি হবে।