‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়ে ভেঙে দিলেন কনে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৮ নভেম্বর ২০২২, ১০:১০ AM , আপডেট: ১৮ নভেম্বর ২০২২, ১০:২০ AM
ভারতের উত্তর প্রদেশে ‘লেহেঙ্গা’ পছন্দ না হওয়ায় বিয়েই ভেঙে দিয়েছেন কনে। পছন্দমতো আরও দামি লেহেঙ্গা কিনতে টাকা দিয়ে দেওয়া হবে বললেও মন গলেনি তরুণীর। শেষ পর্যন্ত বাতিল করতে হয়েছে বিয়ের আয়োজন। খবর আন্দবাজার।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, উত্তর প্রদেশের হালদোওয়ানি গ্রামে গত জুন মাসে বাগদান হয়েছিল ঐ যুগলের। বিয়ের নির্ধারিত দিন ধার্য করা হয় ৫ নভেম্বর। জোরকদমে চলছিল বিয়ের প্রস্তুতি। এরই মধ্যে হঠাৎ বেঁকে বসেন কনে। স্পষ্ট জানিয়ে দেন তিনি এই বিয়ে করবেন না।
আরও পড়ুন: শেষ কর্মদিবসে পালিয়ে বিদায় নিলেন বশেফমুবিপ্রবি উপাচার্য।
বৌভাতের সন্ধ্যায় পরার জন্য হবু শ্বশুরবাড়ির পক্ষ থেকে একটি লেহেঙ্গা দেওয়া হয়েছিল কনেকে। লেহেঙ্গা পছন্দ না হওয়ায় যথেষ্ট উত্তেজিত ছিলেন তরুণী। তার অভিযোগ, লেহেঙ্গাটির দাম মাত্র ১০ হাজার রুপি এবং মানও ভালো নয়।
পাত্রপক্ষের দাবি, বেশ দাম দিয়েই কেনা হয়েছে লেহেঙ্গাটি। এরপরও পছন্দ না হলে কনের মনমতো লেহেঙ্গা কিনে নিতে টাকা দিয়ে দেওয়া হবে বলে প্রস্তাব দেন তারা। এতেও মন গলানো যায়নি তরুণীর। শেষ পর্যন্ত বিয়ে ভেঙে দিয়েই ক্ষান্ত দিয়েছে উভয় পক্ষ।