বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার দাবি

২৯ সেপ্টেম্বর ২০১৮, ১০:৫০ AM

বাংলাদেশ শিক্ষক সমিতির নেতারা বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতাসহ জাতীয় শিক্ষানীতি অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছেন। শুক্রবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির দ্বাদশ জাতীয় সম্মেলনে এ দাবি জানানো হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক। প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিক্ষকদের ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতার দাবির বিষয়ে সহমত পোষণ করেন। তিনি বলেন, ‘শিক্ষকদের দাবি অত্যন্ত যৌক্তিক ও ন্যায়সঙ্গত। এসডিজি অর্জন করতে হলে শিক্ষা পরিবারের কোনো অংশকে বঞ্চিত বা অবহেলিত রাখা যাবে না। এসডিজি অর্জন করতে হলে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে শিক্ষকদের দাবি বাস্তবায়ন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এবং সিনেট ও সিন্ডিকেটের সদস্য ও সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, বাংলাদেশ ছাত্রলীগের  সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ও সিন্ডিকেট সদস্য এস এম বাহালুল মজনুন চুন্নু, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নুর মোহাম্মদ তালুকদার। এতে প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম। 

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যে বিশাল বৈষম্য রয়েছে। আন্দোলনের পর ২০১৫ খ্রিস্টাব্দে পে স্কেলের ব্যবস্থা করা হলেও ৫ শতাংশ ইনক্রিমেন্ট থেকে বেসরকারি শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে। আমাদের প্রত্যাশা, পূর্ণাঙ্গ উৎসবভাতা, ৫ শতাংশ ইনক্রিমেন্ট ও বৈশাখী ভাতা দ্রুত বাস্তবায়ন করবে সরকার। এরপর প্রথম পর্বে মাধ্যমিক শিক্ষা অতি তাড়াতাড়ি সরকারিকরণ করতে হবে।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জিডিপির ৬ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ এবং ২০১০ খ্রিস্টাব্দের শিক্ষা নীতি বাস্তবায়ন হলে শিক্ষকদের আর কোনো দাবি থাকবে না। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা আশা করি শিক্ষকদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।  আগামী নির্বাচনে জয়ী হয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আবার সরকার গঠন করলে ইউনস্কো ঘোষিত জিডিপির ৬ শতাংশ বরাদ্দ আগামী বাজেটে বরাদ্দ হবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

 

দুটি পে স্কেল হওয়ার কথা থাকলেও একটিও হয়নি, যে হুশিয়ারি দিলে…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চার সন্তানের তিনজনই বিসিএস ক্যাডার—শ্রেষ্ঠ মা তিনি হবেন না …
  • ১৯ জানুয়ারি ২০২৬
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
চিলিতে ভয়াবহ দাবানলে নিহত ১৮, জরুরি অবস্থা জারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে রিটের শুনানি শেষ, দুপুরে আদেশ
  • ১৯ জানুয়ারি ২০২৬
পে স্কেলের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9