৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবি

টিডিসি সম্পাদিত
টিডিসি সম্পাদিত

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ৩০ শতাংশ নারী কোটা বাতিল করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে স্মারকলিপি দিয়েছেন ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা। এ ছাড়া তারা কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও বদলি কার্যক্রম শুরুর আগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করার দাবি জানিয়েছেন।

আজ সোমবার (২১ এপ্রিল) এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থীরা বলেন, ‘আমরা ১৮তম নিবন্ধনের ভাইভা প্রার্থী। আপনি (এনটিআরসিএর চেয়ারম্যান) অবগত আছেন যে, বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির পরিপ্রেক্ষিতে সব চাকরিতে পূর্বের কোটা পদ্ধতি সংস্কার হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, ২০২৪-পরবর্তী নতুন বৈষম্যহীন বাংলাদেশে এখনো বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরিতে ৩০ শতাংশ কোটা বহাল রেখে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা স্পষ্টত নতুন করে বৈষম্য তৈরি করছে। অন্তবর্তীকালীন সরকারের সময়ে এ ধরনের বৈষম্যের ফলে আসন্ন ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রত্যাশী সব প্রার্থীর মধ্যে সংশয় তৈরি হয়েছে।’

আরও পড়ুন: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অনন্য ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

স্মারকলিপিতে বলা হয়, ‘৩০ শতাংশ নারী কোটা বহাল রাখার ফলে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রার্থীরা চরম বৈষম্যের স্বীকার হবেন এবং বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোয় নারী কোটা থাকার কারণে কোটা জনিত শূন্যপদ পূরণ হবে না। যা আমরা বিগত ৫ম গণবিজ্ঞপ্তিতে দেখেছি। উল্লেখ্য যে, ৫ম গণবিজ্ঞতিতে ২৮ হাজার নারী কোটার মধ্যে ১০ হাজার পূরণ হয়েছে। ফলে শিক্ষক সংকটে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আমাদের দাবিসমূহ হলো- কোটা ব্যবস্থায় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করা ও  বদলি কার্যক্রম শুরুর আগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ করা।’

ভাইভা প্রার্থীরা বৈষমহীন বাংলাদেশ বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৩০ শতাংশ নারী কোটাসহ সব কোটা বাতিল করে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ