১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে, জানালেন সচিব
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০৯:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ০৯:৪২ PM
১৭তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রস্তুতের কাজ অনেকটাই এগিয়ে গেছে। আগামী দুয়েক সাপ্তাহের মধ্যে ফলাফল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, আমাদের ১৭তম নিবন্ধনের ফল প্রস্তুতের কাজ অনেকটাই এগিয়ে গেছে।
তবে আগামী সাপ্তাহে নাকি এরপরের সাপ্তাহে ফলাফল দেয়া হবে এই বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত এনটিআরিসিএ নেয়নি। ওবায়দুর রহমান জানান, ফল প্রস্তুত হলেই আমরা প্রকাশ করে দিব।
আরও পড়ুনঃ ৪র্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশপত্র প্রস্তুত, অপেক্ষা অনুমোদনের
জানা গেছে, গত ৫ ও ৬ মে ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের কথা। তবে পরীক্ষকদের খাতা মূল্যায়নে দেরি হওয়ায় তা করতে পারেনি এনটিআরসিএ।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষকরা দেরি করে খাতা পাঠানোয় সময় মতো ফল প্রকাশ করা সম্ভব হয়নি। খুব দ্রুতই আমরা এই নিবন্ধনের ফল প্রকাশ করতে চাই। সে অনুযায়ী কাজ চলছে।