জাতীয় সংসদের ১৯তম অধিবেশন আজ, শপথ নেবেন ডেপুটি স্পিকার

২৮ আগস্ট ২০২২, ০৯:৪৬ AM
জাতীয় সংসদের অধিবেশন

জাতীয় সংসদের অধিবেশন © ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে আজ। রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধান অনুযায়ী এক অধিবেশনের পরবর্তী ৬০ দিবসের মধ্যে পরবর্তী অধিবেশন বসতে হবে। ৯০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে,  আসন্ন অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তিন থেকে পাঁচ কার্যদিবস চলতে পারে এ অধিবেশন । তবে সংক্ষিপ্ত হলেও এ অধিবেশনে বেশ কটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস হতে পারে।

অধিবেশনের প্রথম দিনই নতুন ডেপুটি স্পিকার নির্বাচন সংসদ। এক্ষেত্রে একজন নতুন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করবেন। তারপর আরেকজন সমর্থন করবেন। পরে স্পিকার প্রস্তাবটি ভোটে দেবেন। সন্ধ্যা ৭টায় নতুন ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সংসদ ভবনে রাষ্ট্রপতির চেম্বারে এ শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

আরও পড়ুন: চিরকুট লিখে আত্মহত্যা করা সেই তরুণী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

এর আগে, ৫ জুন থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন শেষ হয় গত ৩০ জুন। ৯ জুন অধিবেশনে বর্তমান সরকারের এ মেয়াদের চতুর্থ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল । ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার  বাজেট পেশ করা হয়। ৩০ জুন এ বাজেট সংসদে পাস করা হয়।

বাজেট অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২০টি। বাজেট পাস ছাড়াও এ অধিবেশনে চারটি বিল পাস হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে চায়না-বাংলাদেশ পার্টনারশিপ ফোরাম …
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর তথ্য ফেসবুকে, লাইভে এসে …
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘উনি ভারতীয় প্ল্যান নিয়ে বাংলাদেশে এসেছেন’‒ কাকে উদ্দেশ্য ক…
  • ২৯ জানুয়ারি ২০২৬
সারোয়ার তুষারের আসনে ব্যালট পেপারে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক না …
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর ২ সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগ ধানের শী…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াত আমীরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • ২৯ জানুয়ারি ২০২৬