উখিয়ায় সড়ক দুর্ঘটনায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

উখিয়ায় সড়ক দুর্ঘটনা
উখিয়ায় সড়ক দুর্ঘটনা  © প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার চারজন যাত্রী নিহত ও আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে উখিয়ার হিজলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উখিয়ার হলদিয়াপালং বড়বিল পাগলিরবিল এলাকার মৃত জয়নাল ইসলামের স্ত্রী সলিমা খাতুন (৪০), পাগলির বিলের মৃত গুড়া মিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও রামুর মেরংলোয়র ফতেহপুরের মনিন্দ্র ধরের ছেলে বিটু ধর (৫১)। নিহত অপরজনের পরিচয় এখনো জানা যায়নি। আহত হাবিবুল্লাহ (৩০) রামুর সিকদার পাড়ার নুরুল আলমের ছেলে।

আরও পড়ুন: ব্যাংকে যোগ দিচ্ছেন চা-শ্রমিক মায়ের ছেলে ঢাবির সন্তোষ।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মহিউদ্দিন মহিন বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হাবিব উল্লাহর অবস্থা আশঙ্কাজনক। তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মোহাম্মদ আলী বলেন, টেকনাফমুখী ট্রাক উখিয়ামুখী যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতাল নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ