১০টার মধ্যে ঘুমানোর চিঠি নিয়ে ২ ব্যাংক কর্মকর্তাকে নোটিশ

চিঠিটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে
চিঠিটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে  © সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর শাখা রূপালী ব্যাংকের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বুধবার (২৪ আগস্ট) রাতে শাখা ব্যবস্থাপক মো. মফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, কাশিয়ানী উপজেলায় রূপালী ব্যাংকের এক কর্মকর্তাকে ‘রাত ১০টার মধ্যে ঘুমানোর নির্দেশ দিয়েছেন শাখা ব্যবস্থাপক’ এমন একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে তাকে এ নির্দেশ দেওয়া হয়। তবে শাখা ব্যবস্থাপক বলেছেন, চিঠিটি তিনি পাঠাননি। তা ছাড়া চিঠিতে ব্যবহৃত স্বাক্ষরও তাঁর নয়। সহকর্মীরা মজা করেই এমনটি করেছেন।

গতকাল মঙ্গলবার কাশিয়ানী উপজেলার জয়নগর শাখার ব্যবস্থাপক মো. মফিজুর রহমানের নামে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে ওই চিঠি দেওয়া হয়। চিঠিটি পাঠিয়েছেন শহীদুল ইসলামের সহকর্মী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা স্বপন সিকদার। মজা করে পাঠানো ওই চিঠিতে ব্যাংকের সিল ও ব্যবস্থাপকের নাম ব্যবহার করায় তাদের দুজনকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন: সুইস ব্যাংক নামে কোন ব্যাংকই নেই সুইজারল্যান্ডে!

শাখা ব্যবস্থাপক মো. মফিজুর রহমান বলেন, ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্বপন মজা করে শহীদুলকে ওই চিঠিটি পাঠিয়েছেন। তারা দুজন ব্যাচমেট এবং ব্যাংকের পাশে একই বাসায় থাকেন। নতুন কর্মকর্তা হওয়ায় তাঁরা বুঝেশুনে এ কাজ করেননি। চিঠিটি লিখে তাদের নিজস্ব মেসেঞ্জার গ্রুপে দিয়েছেন। সেখান থেকে চিঠিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

মজা করে পাঠানো ভাইরাল ওই চিঠিতে বলা হয়, ‘‘উপর্যুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডিওএস–৩১ অনুসারে জনাব মো. শহীদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হলো।’’

মফিজুর রহমান বলেন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক গোল সিল ব্যবহার করেন না। তাছাড়া ওই স্বাক্ষর তার নয়। শাখা ব্যবস্থাপকের বরাত দিয়ে লেখা ও ব্যাংকের সিল ব্যবহার করায় শহীদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence