সেই মাসুদ এখন বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক

মিরপুর বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মাসুদ আলম। ২০১৭ সালের ১৮ জানুয়ারির ছবি।
মিরপুর বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে মাসুদ আলম। ২০১৭ সালের ১৮ জানুয়ারির ছবি।  © ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল নাম ‘মাসুদ’। ২০১৭ সালে রাজধানীর মিরপুরের বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেখানের মাসুদ আলম নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, 'মাসুদ ভালো হয়ে যাও।' এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোড ল্যাঙ্গুয়েজ হয়ে দাাঁড়ায় এটি। তার নাম মাসুদ আলম। ডাক নাম মাসুদ। 

সাড়ে ৫ বছর আগে তিনি ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক। সম্প্রতি তিনি বিআরটিএ’র খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.) এর দায়িত্ব গ্রহণ করেছেন। বিআরটিএ যশোর সার্কেল নামক একটি ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানা গেছে। তবে এর আগে তিনি কোথায় কর্মরত ছিলেন সেটা জানা যায়নি।

মঙ্গলবার (২১ জুন) ওই পেজের এক পোস্টে বলা হয়, “বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি.)এর দায়িত্ব গ্রহণ করায় জনাব প্রকৌশলী মোঃ মাসুদ আলম স্যারকে বিআরটিএ যশোর ও নড়াইল সার্কেল এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।”

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মাসুদ আলমের নতুন কর্মস্থলে যোগদানের খবর ছড়িয়ে পড়লে অনেকেই তার জন্য শুভ কামনা জানিয়েছেন। নুর হোসেন নামে একজন লিখেছেন, ‘ভালো হয়ে যাওয়া মাসুদের জন্য শুভকামনা’। ইমতিয়াজ নামে একজন লিখেছেন, ‘মাসুদ কি ভালো হয়েছে?’

জানা যায়, ২০১৭ সালের ১৮ জানুয়ারি বিআরটিএর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সড়কমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। পরিদর্শনকালে সড়কমন্ত্রীর সঙ্গে তখন ছিলেন বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক মাসুদ আলম। সেবাগ্রহীতাদের কাছে থেকে অভিযোগ শুনে সড়কমন্ত্রী তখন মাসুদকে লক্ষ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরানো খেলা শুরু করেছ? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’

ওবায়দুল কাদের পরে বলেছিলেন, ‘মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনও পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিএতে আছে। ব্যবহার ভালো, মধুর মতো। কিন্তু যা করার একটু ভেতরে ভেতরে করে।’

তারপর থেকে আলোচনায় উঠে আসেন মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বছরও আলোচনায় ছিলেন মাসুদ। একজন অন্যজনকে লক্ষ্য করে প্রতিক্রিয়া দিয়েছেন- ‘মাসুদ, তুমি কি ভালো হবা না?’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence