পানিতে ডুবে ৩ মাদ্রাসাছাত্রের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

পানিতে ডুবে ঢাকা ও নারায়ণগঞ্জে তিন মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) জুমার নামাজের আগে ও বিকেলে এই ঘটনা ঘটে।

ঢাকার নবাবগঞ্জে খালের পানিতে ডুবে মৃত ছাত্রের নাম আল-আমিন (৭)। সে উপজেলার বালুরচর টুকনীকান্দা শাহি জামে মসজিদ মাদ্রাসায় নার্সারিতে পড়াশোনা করত। আল আমিন উপজেলার দীঘিরপাড় গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। 

নারায়ণগঞ্জে নিহতরা হলো দেওভোগ মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ ও মিহাদ হোসেন। তারা যথাক্রমে ওই এলাকার ইকবাল ও জাকির মিয়ার ছেলে।

আল আমিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নবাবগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই ফাহাদ হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, দুপুরে কিশোরদ্বয় লেকে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘণ্টাখানেক পর মিহাদের লাশ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে। এসময় নিখোঁজ থাকে ইমতিয়াজ। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ