অন্যত্র বিয়ে হওয়ায় প্রেমিকার বাড়িতে বোমা বিস্ফোরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুন ২০২২, ১১:০৪ AM , আপডেট: ০১ জুন ২০২২, ১১:০৪ AM
প্রেমিকা-সাবেক স্ত্রীর অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার ঘটনায় ওই বিয়ে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট থেকে দু’টি বোমা ও একটি দাঁড়ালো ছুঁড়ি জব্দ করা হয়েছে। তবে মূল অভিযুক্ত ওই তরুণীর সাবেক স্বামী শুভকে আটক করতে পারেনি পুলিশ।
বুধবার (১ জুন) যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার বিকালে তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম হোসেনের ছেলে অয়ন (২০) ও একই এলাকার ওহাব আলীর ছেলে আমানুল্লাহ (১৮)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার এক তরুণীর সঙ্গে একই এলাকার জাকিরের ছেলে শুভর প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের একপর্যায়ে তারা পালিয়ে বিয়ে করেন। তবে প্রায় পাঁচ মাস আগে শুভকে তালাক দিয়ে ওই তরুণী বাবার বাড়ি চলে আসেন। পরে ওই অন্যত্র ওই তরুণীর বিয়ে ঠিক করে তার পরিবার।
আরও পড়ুন : সম্পর্কে ফিরতে অসম্মতি, প্রাক্তন প্রেমিকার বাড়িতে বোমা মারল প্রেমিক
পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ওই তরুণীর বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে বরযাত্রী নববধূসহ বিদায় নেয়। তবে শুভ বিষয়টি পরে জানতে পারেন। বিষয়টি জানার পর তার দুই সহযোগী অয়ন ও আমানুল্লাহকে নিয়ে ওই তরুণীর বাড়ির সামনে দু’টি বোমা নিক্ষেপ করেন।
এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আ ফ ম মনিরুজ্জামান জানান, বিয়ে বাড়ির সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। তাদের থেকে দু’টি বোমা ও একটি ছুরি জব্দ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।