নরসিংদী রায়পুরা থানা © সংগৃহীত
নরসিংদীতে বিয়ের অনুষ্ঠানে খাবার কম পড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (২১ মে) রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই ) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার বিকালে রায়পুরার মুসাপুর ইউনিয়নের পূর্ব হরিপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, পূর্ব হরিপুরের রফিকুল ইসলামের মেয়ের সঙ্গে একই ইউনিয়নের মাহমুদপুর গ্রামের আতাউরের ছেলের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরে পারিবারিক সম্মতিক্রমে তা বিয়েতে রূপ নেয়। শুক্রবার (২০ মে) এ বিয়ের আয়োজন করা হয়। এদিন দুপুরে বরযাত্রী কনের বাড়িতে আসে। এরপরই বাঁধে মূল বিপত্তি। বরযাত্রীকে আপ্যায়নের জন্য খাওয়া-দাওয়ার আয়োজন করা হয়।
পুলিশ জানায়, বরপক্ষকে দেওয়া খাবার বরের বাবা রফিকুল ইসলামের নিকটে কম মনে হয়। এতে তিনি খাবারের প্লেট ফেলে দেন। এর জেরেই দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এ ঘটনা এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই ) রাকিবুল ইসলাম জানান, বরযাত্রীকে খাবার কম দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছি। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় বিয়ে না করেই বরযাত্রী ফিরে গেছে। এ ঘটনায় এখনো কোন লিখিত অভিযোগ পাইনি।