কক্সবাজার সৈকতে ঘুরতে গিয়ে আটক ৫০ রোহিঙ্গা

আটক রোহিঙ্গা
আটক রোহিঙ্গা  © সংগৃহীত

কক্সবাজারে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে ৫০ জন রোহিঙ্গা। সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট থেকে তাদেরকে আটক করে পুলিশ।

বুধবার (৪ মে) দুপুরে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ক্যাম্প থেকে বেরিয়ে আসে তারা। পরে মিনি ট্রাকে করে কক্সবাজার সমুদ্র সৈকতে চলে আসেন তারা। সৈকতে পুলিশের কড়া নজরদারি থাকায় তাদেরকে আটক করা সম্ভব হয়েছে। 

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আটকদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!