বন্ধুর সাথে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন দুই যুবক

০৪ মে ২০২২, ০১:৫১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে থ্রি হুইলার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার (৩ মে) দিনগত রাত ১২টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় এ ঘটনা ঘটে।   

নিহতরা হলেন বরিশাল সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের শাহপরান সড়কের বাসিন্দা শাহজাহান মৃধার ছেলে নিরব (২৫) এবং নাছির হাওলাদারের ছেলে লিমন (২০)।

জানা গেছে, নিরব তার মোটরসাইকেলে দুই বন্ধু লিমন ও সুমনকে নিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় বরিশাল থেকে যাত্রী নিয়ে যাওয়া একটি থ্রি হুইলারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরব নিহত হন এবং গুরুতর আহত লিমন ও সুমনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, একজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। তবে লিমন নামে আরেকজন হাসপাতালে ভর্তি হওয়ার পরে মারা যায়। এখন সুমন নামে আরও একজন চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে। 

আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে চাঁদাবাজদের ঘুম হারাম করে দেব: হাসনাত আবদুল্লাহ
  • ৩০ জানুয়ারি ২০২৬
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিন : তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
এআই-ভিত্তিক চ্যালেঞ্জ মোকাবিলায় জিএসআইএমএএলের যাত্রা শুরু
  • ৩০ জানুয়ারি ২০২৬
তরুণদের জন্য এক কোটি সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করতে চায় …
  • ৩০ জানুয়ারি ২০২৬