নিহতের স্বজনরা জানান, রাব্বীসহ একই এলাকার পাঁচজন মিলে শ্যামপুর ইকোপার্কে যায় ঘুড়তে। সেখানে রোলার কোস্টারে ওঠে। পরে, সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এ সময়, মুমূর্ষ অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুড় ২টার দিকে মৃত ঘোষণা করে।
রাব্বীর বাবা জনু মিয়া জানান, খবর পেয়ে হাসপাতালে এসে রাব্বীর মরদেহ দেখতে পান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারি ইনচার্জ (এএসআই) আব্দুল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।