প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে অনশন ১০ মে

অনশনে প্যানেল প্রত্যাশীরা
অনশনে প্যানেল প্রত্যাশীরা  © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবিতে অনশন কর্মসূচি পালন করবে নিবন্ধিত শিক্ষকরা। আগামী ১০ মে (মঙ্গলবার) সকাল ১০টায় এই অনশন কর্মসূচি শুরু হবে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ‘‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন” কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মো. আমির হোসেন ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. রায়হান আনসারী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,  আগামী ১০ মে শাহবাগ চত্ত্বরে সকাল ১০টায় অনশন কর্মসূচির পালন করা হবে। এতে সমগ্র বাংলাদেশ থেকে এনটিআরসিএ থেকে নিবন্ধিত সনদপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত শিক্ষকগণ উপস্থিত থাকবেন।

আরও পড়ুন:  চতুর্থ গণবিজ্ঞপ্তি: শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ই-রেজিস্ট্রেশনের নির্দেশ

তারা আরও জানান, এনটিআরসিএ’র অদূরদর্শী ও অব্যবস্থাপনার জন্য হাজার হাজার সনদপ্রাপ্ত শিক্ষকগণ এখনো নিয়োগ বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। এমতাবস্থায় সারাদেশের শিক্ষকদের নিয়ে অনশন কর্মসূচির ঘোষণা করা হয়েছে। অনশন কর্মসূচি থেকে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।


সর্বশেষ সংবাদ