প্রজ্ঞাপন বাতিল, সারাদেশে ট্রেন চলাচল শুরু

ট্রেন চলাচল শুরু
ট্রেন চলাচল শুরু  © সংগৃহীত

রেলের রানিং স্টাফদের ভাতা বাতিলের ঘোষণা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। আজ বুধবার (১৩ এপ্রিল) প্রজ্ঞাপন প্রত্যাহার করে নেয়া হয়। এর আগে, প্রজ্ঞাপন প্রত্যাহার করার ঘোষণা দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। এর পরপরই রেলওয়ের রানিং স্টাফ (চালক-গার্ড) ও শ্রমিক-কর্মচারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে সারাদেশে ট্রেন চলাচল শুরুর কথা জানান।

এর আগে, প্রজ্ঞাপন বাতিলের দাবি জানিয়ে ভোর থেকে ট্রেন চলাচল বন্ধ রেখেছিলো আন্দোলনকারীরা। ট্রেন চলাচল বন্ধ থাকায় সারা দেশে অচল অবস্থার সৃষ্টি হয়েছে। কমলাপুর রেলস্টেশনে ভোর থেকে শত শত মানুষ অপেক্ষা করছেন। হঠাৎ ট্রেন চলাচল বন্ধে বিপাকে সাধারণ মানুষ ও অফিসগামী যাত্রীরা। রানিং স্টাফ বলতে ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শকদের (টিটি) বোঝানো হয়।

ট্রেনচালক, সহকারী চালক, গার্ড ও টিটিরা ১৬০ বছর ধরে মাইলেজ সুবিধা পাচ্ছিলেন। অর্থাৎ দৈনিক আট ঘণ্টার বেশি কাজ করলে বেসিকের হিসেবে বাড়তি অর্থ পেতেন। এ ছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর ৭৫ শতাংশ অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। গত বছরের ৩ নভেম্বর এসব সুবিধা বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

আরও পড়ুন- হুমায়ুন আজাদ হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

এরপর থেকে আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি। তবে গত ৩০ জানুয়ারি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি স্থগিত করেন তারা। তবে ১০ এপ্রিল অর্থ বিভাগের এক আদেশে, রেলওয়ের রানিং স্টাফদের মূল বেতনের সঙ্গে চলমান ভাতা যোগ করে পেনশন ও আনুতোষিক প্রদানের প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence