আইডিয়ালের গভর্নিং বডির সভাপতির কার্যক্রম স্থগিত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জানুয়ারি ২০২২, ১১:২৩ PM , আপডেট: ০২ জানুয়ারি ২০২২, ১১:৪৩ PM
রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আবু হেনা মোরশেদ জামানের কার্যক্রম স্থগিত করেছেন আদালত। একই সাথে পর পর চারবার তার চেয়ারম্যান নির্বাচিত হওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
রবিবার (২ জানুয়ারি) এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আরও পড়ুন: লাল তালিকায় আসছে উপাচার্য-কোষাধ্যক্ষ বিহীন বিশ্ববিদ্যালয়
আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী মো. ইউনুছ আলী।
আরও পড়ুন: সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষার ব্যাপারে সবাই একমত
পরে তিনি সাংবাদিকদের জানান, ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্টের দেয়া এক রায়ে বলা হয়েছে, একই ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে দুইবারের বেশি সভাপতি থাকতে পারবেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে একই ব্যক্তি চারবার সভাপতি হয়েছেন। যা আদালতের দেয়া রায়ের সাথে সাংঘর্ষিক। সেজন্য এই রিট আবেদন করা হয়েছে।