নির্বাচনী সহিংসতায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নিহত দেলোয়ার হোসেন সাগর
নিহত দেলোয়ার হোসেন সাগর   © সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী সহিংসতায় আহত দেলোয়ার হোসেন সাগর (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৯ নভেম্বর) ভোররাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দেলোয়ার মাছিয়াকান্দি গ্রামের আব্দুল লতিফের ছেলে। সে সলঙ্গা ইসলামী উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার (২৮ নভেম্বর) দুপুরের দিকে হাটিকুমরুল ইউনিয়নের মাছিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী সেলিম হোসেন ও হীরা সর্দারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় স্কুল শিক্ষার্থী দেলোয়ারসহ অন্তত ১০ জন আহত হন।

আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দেলোয়ার হোসেন সাগরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে মারা যান সাগর।

সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) জাকিরুল ইসলাম জানান, ৩ নম্বর ওয়ার্ডে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক স্কুলছাত্র আহত হওয়ার পর বগুড়া শজিমেকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence