বান্দরবানের রুমা ও আলীকদমে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১, ০৬:৩৫ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ০৬:৩৫ PM
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বান্দরবানে রুমা ও আলীকদম উপজেলায় পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোগগ্রহণের জন্য আগামী ২৭ নভেম্বর দিবাগত রাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত পর্যটক ভ্রমণের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেলে বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এই নির্দেশ দেওয়া হয়।
২৫ নভেম্বর জেলা ম্যাজিস্ট্রেট ইয়াছমিন পারভীন তিবরীজির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম ও রুমা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষ্যে ভোগগ্রহণ অনুষ্ঠিত হবে।
উক্ত ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের নিমিত্তে ২৭ নভেম্বর দিবাগত রাত থেকে ২৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।