নাঈম © ফেসবুক থেকে সংগৃহীত
সড়ক দুর্ঘটনায় নিহত নটর ডক্টর ম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে। রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় মারা যান মামুন।
বুধবার (২৪ নভেম্বর) নাঈমের ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের বড় ভাই মামুন জানান, আমরা দুই ভাই। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনাল এ পড়ালেখা করি। আর নাঈম নটর ডেম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিতো। গুলিস্তান সিনেমা হলের সামনে ডিএসসিসির গাড়ির ধাক্কায় নাঈম মারা যায়।
তিনি জানান, কামরাঙ্গির চরে নাঈমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তার মরদেহ গ্রামের বাড়ি লক্ষীপুর নেয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।