শিশুকে পেটানো সেই মাদ্রাসা শিক্ষক আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ০৩:৩৭ PM
সুনামগঞ্জের ছাতকে তিন এতিম শিশুকে বেধড়ক পেটানোর অভিযোগে মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল মুকিতকে আটক করেছে পুলিশ। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমরা তাকে আটক করে থানায় এনেছি। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মুকিত গত বছরের ২০ ডিসেম্বর এতিমখানার তিন শিশুকে বেধড়ক মারধর করেন। চলতি বছরের ৫ ডিসেম্বর ওই ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর মাদ্রাসা সুপার আব্দুল মুকিতকে অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটি।