অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে সংঘর্ষে জড়ালেন শিক্ষার্থীরা

২২ আগস্ট ২০২১, ০৬:০৪ PM
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ

বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ © সংগৃহীত

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে গ্রুপিংয়ের জের ধরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে অ্যাসাইনমেন্ট জমা দেয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক মাঈন উদ্দীন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীরা অ্যাসাইনমেন্ট জমা দিতে এসেছিল। অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ হলে তারা কলেজ ক্যাম্পাস করে চলে যায়। পরে কলেজের সামনে রাস্তায় শিক্ষার্থীদের দুটি অংশের গ্রুপিংকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এটা তাদের নিজেদের মধ্যেই ছিল। পরে ঘটনাস্থলে পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বনানী থানার উপ-পরিদর্শক শামসুল হক সংবাদমাধ্যমকে জানান, শিক্ষার্থীরা তাদের পূর্বনির্ধারিত অ্যাসাইনমেন্ট জমা দিতে আসে। পরে ক্যাম্পাসের বাইরের সড়কে তাদের মধ্যে সংঘর্ষ বাধে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ নিয়ে এখনও পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে।

বগি লাইনচ্যুত, ঢাকা-সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ
  • ২৭ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে টাইগার মোমেন গ্রেপ্তার
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভোটের প্রচারণায় তাসনিম জারার ‘প্রজেক্ট ঢাকা-৯’ ক্যাম্পেইন
  • ২৭ জানুয়ারি ২০২৬
মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬