মাদ্রাসার ২০ ছাত্রকে কোরআন উপহার দিল স্কুলছাত্ররা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ১১:২৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২১, ১২:১৬ AM
সাতক্ষীরা শহরের ঘুড্ডিরডাঙ্গি সালাতুন্নেসা দারুল কোরআন হাফেজি মাদ্রাসার ২০ শিক্ষার্থীকে উপহার হিসেবে দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরিফ। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা শুক্রবার (৬ আগস্ট) মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেন।
জানা গেছে, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মাধ্যমে চিলড্রেন রাইটস নামের শিশু সংগঠন পরিচালিত হয়। শিশুদের অধিকার নিয়ে কার্যক্রম পরিচালনা করে এসব শিক্ষার্থীরা। এছাড়া সেবামূলক কার্যক্রমও পরিচালিত হয় এ সংগঠনের মাধ্যমে।
চিলড্রেন রাইটস সংগঠনের সভাপতি স্কুলের নবম শ্রেণির ছাত্র ফাহিম শাহরিয়ার বলেন, আমরা স্কুলের নবম ও দশম শ্রেণির ছাত্ররা মিলে সংগঠনটি পরিচালনা করছি। সংগঠনের ৪০ জন সদস্য রয়েছে। সেবামূলক কাজের জন্য আমরা সংগঠনে মাসিক ৫০-৬০ টাকা করে জমা রাখি। করোনার সময় স্কুল বন্ধ। বাবা-মায়ের কাছ থেকে পাওয়া খরচের টাকা লাগে না। সেই টাকা একত্রিত করে সেবামূলক কাজে লাগাচ্ছি আমরা। এছাড়া শিশুদের অধিকার নিয়েও কার্যক্রম পরিচালনা করছি।