বৃহস্পতিবার থেকে ৮ দিন শিথিল থাকবে কঠোর বিধিনিষেধ, আজ প্রজ্ঞাপন

কঠোর বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ প্রজ্ঞাপন জারি করবে
কঠোর বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ প্রজ্ঞাপন জারি করবে  © ফাইল ফটো

করোনা মহামারির বিস্তার রোধে আরোপিত কঠোর বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার (১২ জুলাই) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

কঠোর বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করবে বলে সরকারি ভাষ্যে বলা হলেও কি কি বিধিনিষেধ শিথিল করা হবে সে বিষয়ে কিছু জানায়নি সরকার। সরকার বলছে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদের আগে কি কি বিধিনিষেধ শিথিল রাখা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু করা এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হবে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়।

এরপরও সংক্রমণ না কমায় গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।


সর্বশেষ সংবাদ