আল আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ মে ২০২১, ০৪:৪৬ PM
ফিলিস্তিনের আল আকসা মসজিদে মুসলমানদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসকে পাঠানো এক চিঠিতে এই নিন্দা জানান তিনি।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনে হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ওই চিঠি পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সম্প্রতি আল আকসা মসজিদে ফিলিস্তিনের নিরীহ মুসলিম ও বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করছি। হামলার শিকার আমাদের ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা জানাই।
পত্রে প্রধানমন্ত্রী আরও বলেন, এই ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। সে সাথে বিশ্বের যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেগুলো বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শেখ জারাহ থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করে ইসরাইলের দখল আন্তর্জাতিক মানবাধিকারের লঙ্ঘন। এটি বন্ধ করতে হবে।