বিএনপিকে দেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না: তথ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ মে ২০২১, ০৫:০০ PM , আপডেট: ০১ মে ২০২১, ০৫:২৫ PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনার এই সময় দেশের কোথাও বিএনপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মাঝে মাঝে প্রেসক্লাবে, গুলশানে তাদের নেত্রীর বাসায় এবং নয়া পল্টনে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। তাদের কোথাও অসহায়দের সহযোগিতা করতে দেখা যায় না। বিএনপি শুধু আমাদের সমালোচনা করে। আমাদের ভুল ধরে। সেজন্য আমরা তাদের নাম দিয়েছি ভুল ধরা পার্টি।
শনিবার (১ মে) চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় ড. হাছান মাহমুদের ব্যক্তিগত উদ্যোগে গরীব, দিনমজুর ও খেটে খাওয়া মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রীর পারিবারিক দাতব্য সংস্থা এনএনকের উদ্যোগে এই খাদ্য বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ গরিব মানুষের দল। গরিবরা আমাদের ভোট দিয়ে সেবা করার সুযোগ দিয়েছে। তাই করোনার এই মহামারীর মধ্যে আমরা গরিবদের পাশে দাঁড়িয়েছি। অনেককেই এই সময় দেখা যায় না।
কোটি মানুষের কাছে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে জানিয়ে ড. হাছান মাহমুদ আরও বলেন, করোনার প্রথম ঢেউ যখন আঘাত হানে তখন সরকারের পক্ষ থেকে ৭ কোটির বেশি মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে এক কোটি ২৫ লাখ মানুষকে সহায়তা দেয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে সহযোগিতা করেছেন।