দক্ষতার সঙ্গে করোনা মোকাবিলা করছে সরকার: তথ্যমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ এপ্রিল ২০২১, ০৬:১৯ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২১, ০৬:১৯ PM
সরকার দক্ষতার সঙ্গে মহামারি করোনাভাইরাস মোকাবিলা করছে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, একইসাথে সরকার মানুষের জীবিকা রক্ষার জন্যও কাজ করে যাচ্ছে।
আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সীমিত পরিসরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকার নয়, বিএনপিই বিকারগ্রস্ত এবং দুষ্কৃতিকারীদের পক্ষে। তারা করোনার টিকা নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে, এখনও সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পড়ুন: দেশে করোনা নিয়ন্ত্রণে আছে: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব অনলাইনে সংযুক্ত হয়ে সাংবাদিকদের বলেছেন, টিকা আসতে ছয়মাস লাগবে, অথচ আগামী মাসেই করোনার টিকা আসছে।
বিএনপির সমালোচনা করে মন্ত্রী বলেন, বিএনপি সবসময় দুষ্কৃতিকারীদের পক্ষ নেয়। তাদের নিজেদের দলে আগুনসন্ত্রাসী ও সন্ত্রাসী, যারা মানুষ ও মানুষের সহায়-সম্পত্তিতে আগুন দিয়েছে, তারা থাকার কারণেই বিএনপি দুষ্কৃতিকারী-সন্ত্রাসীদের পক্ষ নেয়।