হেফাজতের কমিটি বিলুপ্ত ঘোষণা

২৫ এপ্রিল ২০২১, ১১:১৫ PM

© লোগো

হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী। আজ রবিবার (২৫ এপ্রিল) রাত ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে এক ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

বাবুনগরী বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন হেফাজতের ইসলামের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক্রমে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল। ইনশাআল্লাহ, আগামীতে আহবায়ক কমিটির মাধমে আবার হেফাজতে ইসলামের কার্যক্রম শুরু হবে। 

গত মাসের ২৬ তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেই বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এতে প্রাণ হারান অন্তত ১৮ জন। সেসব ঘটনায় একাধিক মামলা হয়। মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত হেফাজতের অন্তত এক ডজন শীর্ষস্থানীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে চলতি মাসের শুরুর দিতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রয়্যাল রিসোর্টে নারীসহ জনতার হাতে ধরা পড়েন। এতে নতুন করে বিতর্কের মুখে পড়ে হেফাজত। 

সরকারের কঠোর অবস্থানের কারণে কোণঠাসা হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা শুরু থেকেই সমঝোতার চেষ্টা করছেন। এরই ধারাবাহিকতায় তারা গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। 

গত সপ্তাহে হেফাজত ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রীর বাসায় দেখা করে দলের নেতাকর্মীদের গণগ্রেফতার না করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু সরকারের কঠোর অবস্থানের কারণে শেষ পর্যন্ত বর্তমান কমিটি ভেঙে দিলেন হেফাজত নেতারা।  

এক দশক পর ফের চালু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান ফ্লাইট
  • ০৭ জানুয়ারি ২০২৬
লিটনদের সঙ্গে চুক্তি নবায়ন করবে না ভারতীয় কোম্পানি ‘এসজি’
  • ০৭ জানুয়ারি ২০২৬
‘এনএসইউ গ্র্যাজুয়েটরা বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতি…
  • ০৭ জানুয়ারি ২০২৬
ঢাবি অধ্যাপক আতাউর রহমান বিশ্বাসের ইন্তেকালে উপাচার্যের শোক
  • ০৭ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে? যা জানালেন আসিফ
  • ০৭ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার আগে যে বিষয়গুলো …
  • ০৭ জানুয়ারি ২০২৬