হেফাজত নেতারা যে নষ্ট-ভন্ড সেটি প্রমাণিত: তথ্যমন্ত্রী

২২ এপ্রিল ২০২১, ০৫:৪৪ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হেফাজতে ইসলামের নেতারা যে নষ্ট ও ভন্ড সেটি আজ প্রমাণিত। কেননা মামুনুল হকের অনৈতিক কর্মকান্ডকে তারা তড়িঘড়ি করে বসে যেভাবে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে সেটিই তার প্রমাণ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল)  বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি এই ওয়েবিনারের আয়োজন করে।

মামুনুল হকের মুক্তির বিষয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্য নিয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, যারা ভন্ড ও মিথ্যাবাদীদের পক্ষে বিবৃতি দেয়, তারাও সেই দলেই পড়ে। তাদের নেতৃত্বেই হেফাজত সারাদেশে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে, ভূমি অফিসে আগুন দিয়ে নথিপত্র পুড়িয়েছে, সড়কে দেয়াল তৈরি করেছে।

মন্ত্রী বলেন, যারা বিভিন্ন সংগঠনের ব্যানারে নীতিকথা বলেন, এই মুহূর্তে তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। অথচ তারা ত্রাণ বিতরণের কথা বলে বিদেশিদের কাছ  থেকে টাকা নেন। অল্প কিছু মানুষকে ডেকে ত্রাণ দিয়ে ছবি তুলে বিদেশে দেয়াই তাদের কাজ।

তিনি আরও বলেন, করোনাকালে আওয়ামী লীগের ১১০ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন গরীব কমষকদের ধান কেটে দিচ্ছি।

৮ ব্যাংকের ‘অফিসার’ নিয়োগ পরীক্ষার তারিখ ও আসনবিন্যাস প্রক…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঘুষ নেওয়ার অভিযোগে ওসি-এসআইকে কান ধরে উঠবস করালেন জনতা
  • ২৬ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা, না মানলে মনোনয়ন বাতিল
  • ২৬ জানুয়ারি ২০২৬
জবিতে বৃত্তির দাবিতে ভবনে তালা, রাতভর অবরুদ্ধ ভিসিসহ ৩০ কর্…
  • ২৬ জানুয়ারি ২০২৬
ফিলিপাইনে ৩৪২ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ১৫
  • ২৬ জানুয়ারি ২০২৬
চানখাঁরপুলে ৬ জনকে হত্যা মামলার রায় আজ
  • ২৬ জানুয়ারি ২০২৬