হেফাজতের তাণ্ডব ছিল পরিকল্পিত: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের  © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গত ২৬ মার্চ বিএনপির উসকানিতে হেফাজতে ইসলাম যে তাণ্ডব চালিয়েছে সেটি ছিল পূর্ব পরিকল্পিত।বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত প্রেস ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কে কাকে পৃষ্ঠপোষকতা দেয় সেটি এখন দিবালোকের মত স্পস্ট। শাক দিয়ে মাছ ঢেকে কোনো লাভ নেই কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে বাংলাদেশের মানুষ খুব ভালো করেই জানে। তারা একবার বলে, দেশে কোনো লকডাউন কার্যকর হচ্ছে না। কেউ লকডাউন মানছে না। এখন যখন সরকার সর্বাত্মক লকডাউন দিয়েছে, তখন তারা বলছে, সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে সাধারণ মানুষদের কষ্ট দিচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি চেয়ারপারসনের করোনায় আক্রান্তের খবর নিয়ে জনগন শঙ্কায় আছে। কেননা এটি নিয়ে বিএনপি আবার কখন কোন অপরাজনীতি করে শুরু করে বলা মুশকিল।


সর্বশেষ সংবাদ