পৌনে ৫ লাখ পরীক্ষার্থীর বিসিএস নিয়ে আতঙ্কে আছি: স্বাস্থ্য সচিব

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান
স্বাস্থ্য সচিব আবদুল মান্নান  © ফাইল ছবি

স্বাস্থ্য সেবা সচিব আবদুল মান্নান ৪১তম বিসিএস পরীক্ষার বিষয়ে বলেছেন, পৌনে পাঁচ লাখ পরীক্ষার্থী বিসিএস পরীক্ষা দিবে। এই পরীক্ষা নিয়েও আতঙ্কে আছি।

সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে মন্ত্রণালয়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে বিদেশি অতিথিদের পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেয়া শিল্পী, কলাকুশলী ও কর্মকর্তা সবার বাধ্যতামূলক কোভিড টেস্ট করা হবে।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে দোটানায় পড়েছে শিক্ষা প্রসাশন। 

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৯ মার্চ অনুষ্ঠেয় ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পেছানোর দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। তারা বলছেন, করোনার নতুন ঢেউ শুরু হয়েছে, নতুন স্ট্রেইনও দেশে শনাক্ত হয়েছে। এখন আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ অবস্থায় ৪১তম বিসিএস পিছিয়ে দেওয়া জরুরি। ভ্যাকসিন দেয়া শেষে ও হল খোলার পর পরীক্ষা নেওয়ার দাবি তাদের।


সর্বশেষ সংবাদ