বরগুনা থেকে কাশিমপুরে কারাগারে মিন্নি

২৯ অক্টোবর ২০২০, ০৭:৫২ PM
মিন্নি

মিন্নি © ফাইল ফটো

বরগুনায় বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে কড়া নিরাপত্তায় মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়।

বরগুনা জেলা কারাগারের তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বরগুনা জেলা কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী বন্দীদের রাখার উপযুক্ত ব্যবস্থা নেই। এই কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মিন্নিকে বরগুনা জেলা কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত অপর পাঁচজন বন্দি এখনও বরগুনা জেলা কারাগারে আছেন বলেও জানান আনোয়ার হোসেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক মিন্নিসহ ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু করেন আদালত। মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে এ মামলায়। রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত বয়স্ক অন্য আসামিরা বরগুনা কারাগারে রয়েছে।

গুলশান সেন্ট্রাল মসজিদে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া
  • ০২ জানুয়ারি ২০২৬
রেকর্ড গড়ে ঢাকাকে হারাল চট্টগ্রাম
  • ০২ জানুয়ারি ২০২৬
ড. কামাল হোসেন গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি
  • ০২ জানুয়ারি ২০২৬
সপরিবারে ইউরোপে উচ্চশিক্ষা, জেনে নিন খুঁটিনাটি
  • ০২ জানুয়ারি ২০২৬
জামায়াত নেতা হামিদুর রহমান আযাদের মনোনয়ন বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
তথ্যের গড়মিল পাওয়ায় মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
  • ০২ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!