দেশের মানুষ না চাইলে সিঙ্গাপুর চলে যাবো: ড. বিজন কুমার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ০৬:২৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২০, ০৬:২৯ PM
বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, দেশের মানুষ যদি মনে করে, আমি তাদের কোনও উপকার করি নাই তাহলে আমি সিঙ্গাপুর চলে যাবো। আর দেশের মানুষ চাইলে সরকার আমাকে ওয়ার্ক পারমিট ভিসা দেবে। মানুষের কল্যাণে কাজ করবো।
রোববার (৩০ আগস্ট) দেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড ডট ব্লট কিট উদ্ভাবন দলের প্রধান ড. বিজন।
ড. বিজন কুমার শীলের জন্ম বাংলাদেশে। তবে তিনি সিঙ্গাপুরে সিভিল সার্ভিসে যোগ দেওয়ার সময় সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেন। সম্প্রতি তিনি ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। এছাড়া বিজ্ঞানী হিসেবে কাজ করার জন্য তিনি ওয়ার্ক পারমিট নেন। চলতি বছরের ১ জুলাই তার ওয়ার্ক পারমিট ভিসার মেয়াদ শেষ হয়ে যায়।
এ বিষয়ে ড. বিজন কুমার শীল বলেন, আমার ওয়ার্ক পারমিট ভিসার জন্য গণবিশ্ববিদ্যালয় আবেদন করেছে। তাদের কাছে কিছু কাগজপত্র চেয়েছে।
গণস্বাস্থ্যের করোনা অ্যান্টিবডি কিটের সর্বশেষ অবস্থা সম্পর্কে ডা. বিজন কুমার বলেন, আমার রিএজেন্ট আমদানির অনুমতি পেয়েছি। বিদেশি রিএজেন্টের অর্ডারও করা হয়েছে। সেইগুলো আসলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেওয়া হবে কিটের কার্যকারিতা পরীক্ষা করার জন্য।